‘তাবেলা হত্যায় জঙ্গি সম্পৃক্ততা নেই, পরিকল্পণাকারী শনাক্ত’
ইতালি নাগরিক সিজারি তাবেলা হত্যায় কোন জঙ্গি সম্পৃক্ততা নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, এ হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূল হোতারা শনাক্ত হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তাবেলা হত্যা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে তাতে জঙ্গি সম্পৃক্ততার ন্যূনতম প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক হত্যাকান্ড।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জমান বলেন, এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আছে কি না সেটিও এখন বলা যাবে না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, শণাক্তকারীদের ব্যাপারে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তাদের আটক বা গ্রেফতার করা হলে গণমাধ্যমকে তা জানানো হবে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাবেলাকে দুর্বৃত্তরা হত্যা করে। তাবেলার শরীরে মোট তিনটি গুলি করে দুর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে পবিত্র আশুরা এবং হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
তিনি জানান, দুর্গাপূজার বিসর্জনের দিন দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত কোনো প্রতিমা রাস্তায় আনা যাবে না। ওইদিন রাস্তায় পুলিশের চেকপোস্ট বসানো হবে। দুপুরের ওই সময়ের মধ্যে কেউ বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা নিয়ে রাস্তায় নামলে তা আটকে দেয়া হবে। দশমির দিনে জুমার নামাজ থাকায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এছাড়া দশমির দিন যারা ঢাকেশ্বরী মন্দিরে শোভাযাত্রা নিয়ে যাবেন তাদের অবশ্যেই সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে মণ্ডপে পৌঁছতে হবে।
অপরদিকে আগামী ২৪ অক্টোবর পালিত হবে পবিত্র আশুরা। প্রতিবছর আশুরার দিনে সিয়া মতাবলম্বীরা রাজধানীতে বিশাল ত্যাজিয়া মিছিল বের করেন।