তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিল

20/03/2014 2:55 pmViews: 7

 

 

ঢাকা, ২০ মার্চ  : আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করেছেন ঢাকা জেলা ও দায়রা জজ। একই সঙ্গে আদালত মাহমুদাকে আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেন।

বৃহস্পতিবার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন আগুনে পুড়ে মারা যান এবং আহত হন শতাধিক শ্রমিক।

অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম মামলা দায়ের করেন। গত বছরের ১৯ ডিসেম্বর এই মামলায় তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ ১৩ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডি পুলিশের পরিদর্শক মহসীন উজ্জামান খান অভিযোগপত্র দাখিল করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার ও তার স্ত্রী মাহমুদা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারাগারে পাঠানোর আদেশ পুনর্বিবেচনার জন্য তাদের আইনজীবী ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।

ওই আবেদনের শুনানি শেষে পরদিন ১০ ফেব্রুয়ারি আদালত শুধু মাহমুদা আক্তারের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply