তাজরীন গার্মেন্টে আগুন ,মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

23/12/2013 8:19 amViews: 6

তাজরীন মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্রসাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় ফ্যাক্টরির মালিক ও তার স্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহাসিনুজ্জামান ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে দুই ডিসেম্বর এই অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে গতকাল এ অভিযোগপত্র উপস্থাপন করা হয়। এ বিষয়ে ঢাকার আদালতের জিআর সেকশনের পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, অভিযোগপত্রে দুই ডিসেম্বর উল্লেখ থাকলেও তদন্ত কর্মকর্তা শনিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এ কারণে গতকাল বিচারিক হাকিম আদালতের কাছে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়েছে। এরপরে অভিযোগপত্রটি হাকিম দেখেছেন এবং স্বাক্ষর করেছেন। আগামী ৩১ ডিসেম্বর অভিযোপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। তবে আদালত সূত্র জানায়, পলাতক আসামিদের দেশ ত্যাগ করার সুযোগ সৃষ্টি করার জন্য অভিযোগপত্র ২০ দিন পরে উপস্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে আসামিরা হলেন- তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুব মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ সুতা আল আমিন (এক), লোন্ডার শামীম মিয়া ও প্রশাসনিক অফিসার দুলাল। আসামিদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তার স্ত্রী তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু পলাতক আছেন। এ ছাড়া ৬ আসামি জামিনে ও একজন সিকিউটির ইনচার্জ আনিসুর রহমান কারাগারে আটক আছেন। এ ছাড়া প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাজরীনের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস, কাটিং লোডার সুজন হাওলাদার ও সোহেল রানাকে মামলার দায় থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। অভিযোগপত্রে আসামিদের সবার বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ (ধারা-৩০৪ দণ্ডবিধি) ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ (ধারা- ৩০৪ক দণ্ডবিধি) অভিযোগ আনা হয়েছে। গত বছর ২৪ নভেম্বরে ভয়াবহ এ অগি্নকাণ্ডের পরের দিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। চলতি বছর ২৯ মে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রেহানার ভাই আবদুল মতিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। দুটি মামলা এক সঙ্গে তদন্ত করে তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, গত বছর ২৪ নভেম্বর ভয়াবহ অগি্নকাণ্ডে ১১১ জন নিহত এবং ১০৪ জন শ্রমিক আহত হয়। ভবনের নকশায় ত্রুটি ও জরুরি নির্গমনের পথ না থাকায় এবং আগুন লাগার পর শ্রমিকরা বের হতে চাইলে নিরাপত্তা কর্মীরা আগুনটিকে অগি্ননির্বাপণ মহড়া বলে ফেরত পাঠিয়ে কলাপসিবল গেট লাগিয়ে দেওয়ায় অনেক মানুষ হতাহত হন। লাশ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ৫৩ জনের লাশ শনাক্ত না হওয়ায় রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তাজরীন গার্মেন্টে ১ হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। অভিযোগপত্রে ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।

Leave a Reply