তাইওয়ানে পার্কে উৎসবে আগুন, আহত দুই’শতাধিক
তাইওয়ানে পার্কে উৎসবে আগুন, আহত দুই’শতাধিক
তাইওয়ানের উত্তরাঞ্চলের একটি পার্কে নৃত্য ও সঙ্গীত উৎসব চলাকালে অজ্ঞাত দাহ্য রঙিন পাউডারের বিস্ফোরণে অগ্নিকান্ডে অন্তত ২০০ জনেরও বেশী আহত হয়েছেন।
শনিবার নিউ তাইপে সিটিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
উৎসবটিতে অংশগ্রহকারীদের উপর রঙিন পাউডারের মেঘ স্প্রে করে ছড়িয়ে দেয়া হয়। একটি রঙিন পাউডার স্প্রে করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
মূল মঞ্চে ঘটা এ ঘটনার সময় উৎসবে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুনের শিখা আকাশের দিকে উঠে গেছে, আর মানুষজন হুড়োহুড়ি করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করছেন।
নিউ তাইপে সিটির মেয়র এরিক চু বলেছেন, ‘এ পর্যন্ত ১৭৮ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারা দায়ি তা খুঁজে বের করবো আমরা।’
‘তদন্তের জন্য পার্কটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার দাবি জানিয়েছি আমরা,’ বলেছেন তিনি।
আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যগুলো জানিয়েছে।