তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন
প্রতিবেদক : নির্বাচনের তফসিল যে কোনো দিন ঘোষণার জন্য শতভাগ প্রস্তুত কমিশন সচিবালয়। কর্মকর্তারা রবিবার জানান, সর্বশেষ প্রস্তুতিমূলক কাজ হিসেবে নির্বাচনের আচরণবিধি গেজেট আকারে করা হয়েছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, তফসিল ঘোষণার আগে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা চায় নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, আমরা চাই সমঝোতা হোক। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এটাই দেশবাসীর চাওয়া।
তিনি বলেন, তফসিল ঘোষণার সময় শেষ হয়ে যায়নি। এ বিষয়ে কমিশনের বৈঠক এখনো হয়নি। কবে বৈঠক হবে তাও ঠিক হয়নি। বৈঠক বা সিদ্ধান্ত হলে সেটা জানিয়ে দেয়া হবে। এটা কাল হতে পারে, পরদিনও হতে পারে।