তনুর লাশ উত্তোলন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টায় তনুর লাশ উত্তোলন শুরু করা হয় এবং বেলা ১১টা ৪০ মিনিটে লাশ উত্তোলন শেষ হয়।
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুত্ফুন নাহার ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এসময় জেলা পুলিশ, সিআইডি, ডিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করার পরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে তনুর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে লাশ উত্তোলনের খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজারো উত্সুক জনতা কবরের আশপাশে ভিড় জমায় এবং তনু হত্যার বিচার দাবিতে মিছিল করে।
এসময় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন এবং এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।