তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
নির্বাচনী আচরণবিধি লংঘন করে পথসভায় অংশ নেয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়। ব্যবস্থা নেয়ার পর বিষয়টি ইসিকে অবহিত করার নির্দেশনাও রয়েছে চিঠিতে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেয়ার বিষয়ে ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়েই বৃহস্পতিবার ইসি থেকে মাঠ প্রশাসনকে এ চিঠি দেয়া হয়। ইসির উপসচিব রকিবউদ্দিন মণ্ডলের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পত্রিকায় প্রকাশিত আচরণবিধি লংঘনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ইসিকে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হল।’এ বিষয়ে জানতে চাইলে ইসির একজন উপসচিব জানান, ইসি সচিবালয়ের দু’জন কর্মকর্তাকে পত্রপত্রিকা মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তারা প্রতিদিন বিধি লংঘন পর্যালোচনা করে ইসির নজরে আনছে। কমিশন এ নিয়ে সম্মতি দেয়ার পর মাঠ কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
এর আগে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, সবকিছু আইন ও বিধি অনুযায়ী চলবে। এর বাইরে কিছু করা হবে না। ইতিপূর্বে আচরণবিধি অনুসরণে তিন সংসদ সদস্যকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। দু’মন্ত্রীর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। আচরণবিধি লংঘনের অভিযোগে রোববার ঢাকা-২০, বরগুনা-২ ও নাটোর-২ আসনের সংসদ সদস্যদের শোকজ নোটিশ দেয়া হয়। বুধবার তারা জবাবে আচরণবিধি লংঘনের জন্য দুঃখপ্রকাশ করেন। সংসদ সদস্যদের আচরণবিধি লংঘনের ঘটনায় ইসি ব্যবস্থা নিলেও মন্ত্রীদের বিষয় মাঠ প্রশাসনের ওপর ছেড়ে দেয়ায় বিব্রত পরিস্থিতিতে পড়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।