তথ্যপ্রযুক্তি খাতের ২১ জন পেলেন আইসিটি অ্যাওয়ার্ড

27/01/2016 1:26 pmViews: 5
তথ্যপ্রযুক্তি খাতের ২১ জন পেলেন আইসিটি অ্যাওয়ার্ড
 
তথ্যপ্রযুক্তি খাতের ২১ জন পেলেন আইসিটি অ্যাওয়ার্ড
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান কম্পিউটার সিটির ডিজিটাল আইসিটি মেলা। ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানকে সামনে রেখে ৭ম বারের মতো ২০ জানুয়ারি এই মেলা শুরু হয়েছিল। গত সোমবার মেলার শেষ দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৬’। আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় ২১ জনকে দেওয়া হয় গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট। তারা হলেন জামিলুর রেজা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম (মরণোত্তর), আব্দুল কাদের (মরণোত্তর), মোহাম্মদ আজিজুল হক, শেখ আব্দুল আজিজ, সাইদ এম কামাল, সাজ্জাদ হোসেন, মুস্তাফা জব্বার, আফতাব উল ইসলাম, আব্দুলাহ এইচ কাফী, মো. সবুর খান, এস এম ইকবাল, ফয়েজ উল্যাহ খান, এ এইচ এম মাহফুজুল আরিফ, আক্তারুজ্জামান মনজু, মাহাবুব জামান, এ এস এম আব্দুল ফাত্তাহ, আহমেদ হাসান জুয়েল, মোহাম্মদ জহির উল ইসলাম, ভূইয়া মোহাম্মদ ইনাম লেলিন, পল্লব মোহাইমেন। এ সময় ক্রেস্ট তুলে দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পিছিয়ে নেই। আমাদের সবাইকে এই দেশের জন্য কাজ করতে হবে। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই আসুন সবাই দেশকে ভালোবাসি।’ কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহে্সান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। যারা আইসিটি খাতে বিশেষ অবদান রেখেছেন তাদের ২১ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।’ এবারের মেলার স্পন্সর হিসেবে ছিলো এইচপি, আসুস, স্যামসাং, লেনোভো, লজিটেক, এমএসআই, টিপি লিংক, রেপো এবং ইসেট।

Leave a Reply