‘তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে খায়রুল হকের রায় অবৈধ ছিল’
‘তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে খায়রুল হকের রায় অবৈধ ছিল’

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে রায় দিয়েছিলেন, তা অবৈধ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তিনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালেরও দাবি জানান। খন্দকার মাহবুব হোসেন বলেন, গতকাল এক বাণীতে প্রধান বিচারপতি বলেছেন, অবসরে যাওয়ার পর বিচারপতিদের রায় লেখা বেআইনি ও সংবিধান পরিপন্থী। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার ১৬ মাস পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় লিখেছিলেন। এ জন্য ওই রায়ও বেআইনি ও সংবিধান পরিপন্থী। কিন্তু ওই রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এ জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানান।