‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিদেশি কোনো চাপ নেই’
রোববার দুপুরে রাজধানীর বনানী সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতের আমার সঙ্গে যখন কথা হয়, তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে, তত্ত্বাবধায়ক নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি না। পিটার হাস সরাসরি বললেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর কেয়ারটেকার। এই দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হোক বন্ধুদেশ হিসেবে আমরা এটা চাই।
২০১৪ সালের নির্বাচনে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনকালীন সরকারের জন্য। এবার তেমন প্রস্তাব দেয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কোনো ব্যাপারে সিদ্ধান্ত যদি নিতে হয় সংবিধানের মধ্যেই নিতে হবে। সংবিধানের মধ্যে ছাড় দেয়ার সুযোগ থাকলে এটাতে কোনো অসুবিধা নেই যদি বিএনপি বলে আমরা নির্বাচনে আসব।