তত্ত্বাবধায়ক বিল এনে সংঘাত পরিহার করুন : জয়নায় আবদিন
প্রতিবেদক : সরকারই বিএনপিকে সংঘাতের রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপি সংঘাত চায়নি বলেই বার বার সংলাপের কথা বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী একদলীয় নির্বাচন করতে চান বলেই কোনো সংলাপের উদ্যোগ নেননি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জিয়া নাগরিক ফোরাম ঢাকা মহানগর এ আলোচনা সভার আয়োজন করে।
ঈদের আগে মোট ৪ দিন সংসদ বসবে একথা উল্লেখ করে বিরোধীদলীয় চীফ হুইপ সরকারকে সংসদের এই ৪ কার্যদিবসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে সংঘাতের রাজনীতি পরিহার করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপিকে জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। ২৫ অক্টোবরের পর যে আন্দোলন শুরু হবে, তাতে কোনো নির্যাতনই ঠেকাতে পারবে না।
সংগঠনের সভাপতি ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব, আবু নাসের মো. রহমতুল্লাহ, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।