‘তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নামতে হবে’
প্রতিবদেক : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি আদায়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘জাতীয় সংসদ নির্বাচন: জনগণের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক সভার আয়োজন করে স্কুল অব লিডারশিপ এন্ড লিডার্স ক্লাব ও জাতীয়তাবাদী নাগরিক দল।
রফিকুল ইসলাম বলেন, দেশ ও গণতন্ত্র ধংস করতে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।
তিনি বলেন, খুন-গুম-হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারি, হলমার্ক দুর্নীতি, বিদেশে টাকা পাচার করে প্রধানমন্ত্রী উপলদ্ধি করতে পেরেছেন তিনি (শেখ হাসিনা) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ২০-৩০টি আসনে পাবেন।
রফিকুল বলেন, তাই সংবিধান পরির্বতন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে মরিয়া হয়ে উঠেছেন।
দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ৪২ বছর পর আজকে বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব বিপন্ন। গণতন্ত্র না টিকলে দেশের অস্তিত্ব টিকবে না।
তিনি বলেন, গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। তাই গণতন্ত্রের রক্ষার জন্য সকলে মিলে আলোচনার পথে আসতে হবে। আমরা কোনো সংঘাত দেখতে চাই না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সাবেক বিচারপতি জয়নাল আবেদীন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।