তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের রিটের শুনানি ১০ অক্টোবর

06/10/2013 6:08 pmViews: 8

high courtসংবাদদাতা : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

রবিবার দুপুরে শুনানির জন্য রিটটি আদালতে উপস্থাপন করা হলে শুনানির জন্য এ দিন ধার্য করেন বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ড. মোঃ ইউনুছ আলী আকন্দ।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ ২০১১ সালের ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রায় দিয়েছিলেন, পর পর আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে এ রিটে বিবাদী করা হয়েছে।

Leave a Reply