তজুমদ্দিনে ৫ ডাকাত রিমান্ডে
ভোলা সংবাদদাতা ॥ ভোলার তজুমদ্দিনে ৫ ডাকাত ৫দিনের রিমান্ডে থানা পুলিশ হেফাজতে রয়েছে। এরা হলো নুরনবী, সফিক,মাইনুদ্দিন, আবুল কাশেম,সেলিম। এদের মধ্যে নুরনবীর বাড়িবোরহান উদ্দিন উপজেলার দালালপুর গ্রামে বাকীদের বাড়ী তজুমদ্দিন উপজেলার কাজি কান্দি।
তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক ওহাব সরকার জানান, গত ১৮সেপ্টেম্বর উপজেলার চরনাসরিন’র কিল্লার খালের দক্ষিনে মেঘনায় ডাকাতরা একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করলে ট্রলারেরজেলেরা পাশ্ববর্তী জেলেদের মোবাইলে সংবাদদ দিলে জেলেরা একত্রিত হয়ে ডাকাতদের আটক করে। এসময় ডাকাতদের কাছ থেকে ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ডাকাতদের থানায় সোপর্দ করে। ট্রলার মালিক নুরনবী মাঝি বাদী হয়ে ডাকাতির পুস্তুতি এবং অস্ত্র আইনে চর জহির উদ্দিন পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই মোফাজ্জল বাদী হয়ে গত ১৯সেপ্টেম্বও দুটি পৃথক মামলা দায়ের করেন। মামলা দুটিতে থানা পুলিশ আসামীদের আদালতে সোপর্দ বিজ্ঞ বিচারকের কাছে ৫ দিনের রিমান্ডের দাবী জানালে আদালতের বিজ্ঞ বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা পুলিশ আদালতের আদেশে ৫ ডাকাতকে গত ৪ অক্টোবরথেকে জিঙ্গাসাবাদ করার জন্য তজুমদ্দিন থানা পুলিশ হেফাজতে রয়েছেন। জিঙ্গাসাবাদে ডাকাতরা প্রায় ৩ বছর যাবৎ নদীতে ডাকাতি করছে বলে স্বীকার করেছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ সুলতান আহম্মেদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।