তজুমদ্দিনে ৫ জেলের জেল জরিমানা

20/10/2013 7:07 pmViews: 12

শরীফ আল আমীন,তজুমদ্দিন ॥
ভোলার তজুমদ্দিনে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে রোববার রাতে ও দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কোস্ট গার্ড পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ জেলেসহ ২ টি নৌকা আটক করেছে । পরে আটককৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদার ৪ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারদন্ড দেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ১১ দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম ঘোষনা করে এই সময়ে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারী করে সরকার। সরকারের এই আইন বাস্তবায়নের লক্ষে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান, নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফণী ভূষন পাল, কোস্ট গার্ড কমান্ডার কামাল হোসেনের নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান চলছে । অভিযানের ৮ম দিনে সরকারী আইন অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা থেকে ৫ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদার ও কোস্ট গার্ড। পরে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ সালের ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন। এরা হলেন আব্বাস (২০),বেলায়েত হোসেন (৩২),আলমগীর (২৪),ইলিয়াছ (২০),মোঃ নিরব (১৮)। এসময় ২টি ইঞ্জিন চালিত জেলে ট্রলার জব্দ করা হয়।

Leave a Reply