তজুমদ্দিনে স্বামীর হাতে স্ত্রী, সহপাটির কিশোর খুন, গ্রেফতার-২

24/10/2013 3:49 pmViews: 26

1381984825তজুমদ্দিন সংবাদদাতা ॥ ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী, খেলাধুলা নিয়ে মারামারিতে সহপাটির হাতে কিশোর নিহত হয়েছে।বুধবার রাতে পৃথক ভাবে এ দুই খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরজহির উদ্দিন ৩ নং ওয়ার্ডের মোঃ খোরশেদ আলম’র মেয়ে আকলিমা বেগম (১৮) কেয়ামূল্যাহ গ্রামের নূর আলমের ছেলে মোঃ শাকিল (১৩) ।

থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজ ও আব্বাস নামের দু’জনকে গ্রেফতার করেছে।

আকলিমার বাবা মোঃ খোরশেদ আলম জানায়,মলংচড়া ইউনিয়নের সেলিম বাজার সংলগ্ম এলাকায় বসবাসকারী রিয়াজ (২০) সেলিমবাজার তার চাচা জসিমের চায়ের দোকানে এবং তার মেয়ে আকলিমা জসিমের বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে ঝিয়ের কাজ করতো। রিয়াজ তার চাচার বাড়িতে নিয়মিত আসা যাওয়া সুবাধে রিয়াজ ও আকলিমার মধ্যে প্রেমের স¤পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত জুন মাসে রিয়াজ আকলিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে থেকে নিয়ে পালিয়ে যায়। পরে সে আকলিমাকে বিয়ে না করে স্থানীয় মাস্টার বাজার রেখে চলে যায় । বিষয়টি জানাজানি হলে তার বাবা স্থানীয় লোকজনের সহায়তা রিয়াজের নিকট আকলিমাকে বিয়ে দেয়। বিয়ের পর রিয়াজ তার স্ত্রী আকলিমাকে নিয়ে মধ্য চরজহির উদ্দিন ৩ নং ওয়ার্ডে শশুর বাড়িতে থাকতো। বিয়ের পর থেকেই এই নিয়ে প্রায় প্রতিদিনেই আকলিমা ও রিয়াজের মাঝে ঝগড়া হতো এবং রিয়াজ তার স্ত্রীকে মারধর করতো। এক পর্যায়ে গত বুধবার রাতে আকলিমার বাবা মোঃ খোরশেদ আলম বাড়িতে না থাকার সুযোগে রিয়াজ ও তার বন্ধু একই এলাকার আব্বাস,মিরাজ,ফরহাদ ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা টিপে হত্যা আকলিমে হত্যা করে তারা দ্রুত পালিয়ে যায়।

তজুমদ্দিন থানার এস আই আবুল হোসেন বলেন, এ ব্যাপারে আকলিমার পিতা খোরশেদ আলম বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানায় ৭ জনকে দায়ী করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ ও আব্বাস গ্রেফতার করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, হত্যার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই রাতে উপজেলার কেয়ামূল্যাহ গ্রামের নূর আলমের ছেলে মোঃ শাকিল (১৩) ও একই এলাকার মোঃ হানিফের ছেলে মোঃ রাকিব(১১) স্থানীয় এক দোকানের সামনে খেলাধুলা এক পর্যায়ে মারামারি করলে শাকিল আহত হয়। পরে তজুমদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এব্যাপারে এস আই আকতারুজ্জামান ও মোঃ ওহাব বলেন, শাকিলের পিতা নূরে আলম বাদী হয়ে দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা করে ,যার নং ১৬। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply