তজুমদ্দিনে স্বামীর নির্যাতনে গৃহবধূর আতœহত্যা ॥ থানায় মামলা দায়ের
তজুমদ্দিন প্রতিবেদক ॥
ভোলার তজুমদ্দিনে স্বামীর নির্যাতনে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এক গৃহবধূ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরন করেছে। এঘটনায় নিহতের মা বাদী হয়ে মেয়ের স্বামীকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শিবপুর খাসের হাট এলাকার আব্দুল মালেকের মেয়ে বিবি কুলসুমকে (২২) গত ৪ বছর পূর্বে বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন চর লামচি দলি এলাকার মোঃ আলমের ছেলে শফিকের (২৭) সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া ঝাটি লেগেই থাকত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়া করে শফিক কুলসুমকে মারপিট করে। মারপিটের ঘটনায় কুলসুম রাত সাড়ে ৮ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরন করেন। এঘটনায় কুলসুমের মা কহিনুর বেগম বাদী হয়ে আতœহত্যায় প্ররোচনা দানকারী হিসেবে কুলসুমের স্বামী শফিককে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০ তারিখ ২৯-১০-১৩ ইং। এ ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আসামী শফিককে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য বিবাহের পর থেকে শফিক শশুর বাড়ি শিবপুর খাসের হাটেই থাকত।