তজুমদ্দিনে জলদস্যু আটক

24/09/2013 12:10 pmViews: 11

image_64010তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে ইউছুফ (৩৩) নামের এক জলদস্যুকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গল বার বিকেল ৩ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সাফড়ী  গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইউছুফ  উপজেলার সাফড়ী গ্রামে আবুল বারেক মুন্সীর ছেলে।
তজুমদ্দিন থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউছুফকে তার বাড়ি থেকে আটক করা হয়। ইউছুফ দীর্ঘদিন যাবৎ জলদস্যুতা করে আসছে। তার বিরুদ্ধে তজুমদ্দিন থানা একটি ডাকাতি মামলা রয়েছে।

Leave a Reply