তজুমদ্দিনের মেঘনায় অভিযান ১৪০ পিচ মাছ সহ ৪ হাজার মিটার জাল আটক
শরীফ আল-আমীন,তজুমদ্দিন ॥
ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারীর দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে ১৪০ পিচ মা ইলিশসহ ৪ হাজার মিটার জাল আটক করে। পরে আটককৃত ইলিশ স্থানীয় এতিমখান ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে গতকাল দিনভর মেঘনার বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদার,মৎস্য কর্মকর্তা ফনিভুষন পাল,কোষ্ট গার্ড কমান্ডার মোঃ কামাল হোসেন সহ উপজেলা প্রশাসন , পুলিশ ও কোষ্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ১৪০পিচ ইলিশ মাছ সহ ২ হাজার মিটার সুতার ও ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদার বলেন,আটককৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।