তজুমদ্দিনের বিভিন্ন রুটে চলছে পরিবেশ দূষণকারী যানবাহন ॥ঘটছে দূর্ঘটনা

03/11/2013 10:52 amViews: 51

030120081100শরীফ আল-আমীন,তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ যানবাহনের ছড়াছড়ি। দীর্ঘদিন যাবৎ অবাধে এসকল যানবাহন চলাচল করলেও প্রশাসন নিশ্চুপ। অদক্ষ চালক কতৃক এসব যানবাহন বিভিন্ন সড়কে বেপরোয়া চালানোর কারনে প্রায় ঘটছে দূর্ঘটনা। আর এসব দূর্ঘটনার কবলে পড়ে কেউ হারাচ্ছে প্রান কেউবা পঙ্গুত্ব বরন করছে।
খোজ নিয়ে জানা গেছে,তজুমদ্দিন উপজেলার অভ্যান্তরে ৪-৫টি সড়কে দীর্ঘদিন যাবৎ অবাধে চলাচল করছে অসংখ্য টমটম, অটো রিক্সা ও নছিমন। এর অধিকাংশ যানবাহনের নেই কোন রেজিস্ট্রেসন কেউ কেউ গাড়ীর পেছনে ভূয়া নম্বর লিখেও চালিয়ে যাচ্ছে বছরের পর বছর এতে সরকার হারাচ্ছে রাজস্ব। নেই চালকদের ড্রাইভিং লাসেন্স মাত্র দুই একদিনের প্রশিক্ষন নিয়েই রাস্তায় নামে গাড়ী নিয়ে। এসকল অদক্ষ চালকদের কারনে বিভিন্ন সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আবার কেউ কেউ দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্বও বরন করছে আবার কউে কেউ প্রানও হারাচ্ছে। গত ১১ ই ফেব্রয়ারী সোমবার সকালে একটি নছিমন গাছ বোঝাই করে তজুমদ্দিন স্ব-মিলে আসার পথে কেয়ামুল্যাহ-তজুমদ্দিন সড়কে নছিমটি রাস্তার বাহিরে উল্টে পড়ে চালক শফিকুল ইসলাম (৫০) মারা যায়। এর পূর্বে খাসের হাট বাজার বেপোরোয়া গতিতে অটোরিক্সা চালিয়ে যাওয়ার পথে খাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেনীর ছাত্রী ঝুমুর রানী দাস ঘটনা স্থলে মারা যায়। গত ১৭ ই ডিসেম্বর ২০১২ইং তারিখে কোড়াল মারা এক ঘাতক মটর সাইকেলের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহী মারা যায়। গত ২৫ অক্টোবর খাসের হাট থেকে-কুঞ্জের হাট সড়কে যাত্রীসহ মটিফাই টমটম উল্টে রাস্তার বাহিরে পড়ে এতে প্রায় ১০ জন আহত হয়। অথচ এসব দূর্ঘটনা ঘটার পরও প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছে না।
এছাড়া কোড়াল মারা ইয়াছিন গঞ্জ বাজার,খাসের হাট,তজুমদ্দিন,কুঞ্জেরহাট,শিবপুর খাসের হাট সহ বেশ কয়েকটি সড়কে চলছে যাত্রীবাহী মটিফাই টমটম। এসব গাড়ীর বিকট শব্দে ও কালো ধুয়া মারাক্তক ভাবে দূষিত হচ্ছে পরিবেশ। বর্তমানে পরিবেশ দূষণে আবার নতুন করে যোগ দিয়েছে বিদ্যুৎ চালিত অটোরিক্সা। এসব অটোরিক্সা মালিকেরা বৈদ্যুতিক চার্জের পরিবর্তে বর্তমানে ডিজেল চালিত ইঞ্জিন লাগিয়ে চলাচল করছে উপজেলার বিভিন্ন সড়কে।

Leave a Reply