‘তওবা করেছি আর ওড়না খুলব না’
ইসলামাবাদ: পাকিস্তানের অভিনেত্রী ভিনা মালিক বলেছেন, “আমি আল্লাহর কাছে তওবা করেছি আর ওড়না খুলব না। আমার বোধোদয় হয়েছে। রুপালি পর্দা ও গ্লামার জগৎকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ঊনত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এসব কথা বলেন।
ভিনা বলেন, “মাওলানা তারিক জামিল সাহেব আমায় শপথ করিয়েছেন, কখনই ওড়না না খোলার জন্য। বাকি জীবনটা এই শপথ মেনেই চলবো। অন্যদের মতো আমিও ভুল করেছি। আল্লাহর কাছে সেজন্য ক্ষমাও চেয়েছি। এখন পাকিস্তানের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।”
ভিনা মালিকের নগ্নতা ভারত-পাকিস্তানে ব্যাপক সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল। নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। একটি ম্যাগাজিনের প্রচ্ছদে তার ‘টপলেস’ ছবি প্রকাশকে কেন্দ্র করে অনেকবারই তিনি শিরোনামে এসেছেন।
তার স্বামীর সঙ্গে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে সকালের শো হোস্ট করবেন বলেও জানান ভিনা। সূত্র: ওয়েবসাইট।