ঢামেক হাসপাতালে হাজতীর মৃত্যু
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতী রফিউল্লাহ ওরফে রকি (২৪) এর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ঢামেকের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
সূত্র জানায়, আদালত রফিউল্লাহ ওরফে রকিকে গত ২০/২২ দিন আগে মাদক মামলায় কারাগারে পাঠায়। পরে গত ২৫ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়লে ঢামেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
সূত্র আরো জানায়, রকি মাদক ব্যবসা ও মাদকাসক্ত ছিলো। তার পিতার নাম শামসুর রহমান। তারা পুরান ঢাকার নিমতলী ঝাড়–পট্টির নবাবকাটরা এলাকার ৪৭/এ নম্বর বাড়ির স্থানীয় বাসিন্দা।
ঢামেক’র কর্তব্যরত চিকিৎসক বলেন, দীর্ঘদিন যাবৎ মাদক গ্রহণে তার শরীরে নানান রোগ বাসা বাঁধে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।