ঢাবিতে নিজের শরীরে আগুন দিলেন তরুণী

17/12/2015 8:00 pmViews: 7

ঢাবিতে নিজের শরীরে আগুন দিলেন তরুণী

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের শরীরে আগুন দিয়েছেন আনজুমান আরা নামে এক ছাত্রী। দগ্ধ অবস্থায় তাকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেট থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনজুমান আরা নামে ওই ছাত্রী টিএসসির একটি টয়লেটে ঢুকে নিজের গায়ে আগুন দেন। বাইরে থেকে বিষয়টি বুঝতে পেরে অন্যরা তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আনজুমান সুফিয়া কামাল হলে থাকেন। তবে কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply