ঢাকা-সিলেট রুটে বাস ধর্মঘট চলছে

12/08/2015 1:14 pmViews: 6
ঢাকা-সিলেট রুটে বাস ধর্মঘট চলছে

ফাইল ফটো

ঢাকা-সিলেট মহাসড়কে বাস ধর্মঘট চলছে। এতে বুধবার সকাল ৬টা থেকে ওই মহাসড়কে চলাচলরত সব ধরনে বাস বন্ধ রয়েছে। যাত্রীদের পিটুনিতে চালক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জানান, বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পরিবহন ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মঘটে কোথাও কোনে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে ঢাকার পথে বাস বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক।

প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে সংজ্ঞা হারান চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমেদ বুধবার ধর্মঘটের কর্মসূচি দেন।

চালককে মারধরের ঘটনায় রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬) নামে চার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পরদিন মঙ্গলবার ওই চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান।

Leave a Reply