ঢাকা সফর উভয় রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে: ফেসবুকে মোদি

05/06/2015 12:18 pmViews: 6

ঢাকা সফর উভয় রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে: ফেসবুকে মোদি

৫ জুন ২০১৫, শুক্রবার

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ফেসবুক পোস্টে লিখেছেন, তার আসন্ন ঢাকা সফর বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। গতকাল ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) মোদির ওই পোস্টটি উদ্ধৃত করেছে, আমি নিশ্চিত, আমার সফর আমাদের উভয় রাষ্ট্রের জনগণের জন্য মঙ্গলজনক হবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্যও তা অধিক কল্যাণকর হবে। ফেইসবুকের ওই পোস্টে মোদি ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসা করেন। ঢাকা সফরে ২ দিনের কার্যসূচির একটি তালিকা দিয়েছেন মোদি। নরেন্দ্র মোদি লিখেছেন, আগামী ৬ই জুন আমি আমার ২ দিনের বাংলাদেশ সফর শুরু করবো। অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে আমি একটি রাষ্ট্র সফর করবো, যার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, আমি কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবো, যার মধ্যে রয়েছে প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক, যিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Leave a Reply