ঢাকা-রামপাল লংমার্চ রাজবাড়ী অতিক্রম করেছে
রাজবাড়ী সংবাদদাতা : ঢাকা-রামপাল লংমার্চ বুধবার বিকেলে রাজবাড়ী অতিক্রম করেছে বলে জানা গেছে।
সুন্দরবন রক্ষায় কয়লাভিত্তিক রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিল এবং বিদ্যুত্ সংকট সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ লংমার্চ কর্মসূচির ডাক দেয়।
এর আগে মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া ঘাট হয়ে দুপুরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ রাজবাড়ী শহরে পৌঁছালে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি ও তেল, গ্যাস কমিটির স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
বেলা ১২টায় দৌলতদিয়া ঘাটে সংবর্ধনা জানায় সিপিবি ও সমমনা রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। পরে রাজবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে আজাদী ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
জনসভায় অন্যান্যের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তৃতা করেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সিপিবির কেন্দ্রীয় নেতা শাহ্ আলম, অধ্যক্ষ আজহারুল ইসলাম আরজু, আহসান হাবিব লাভলু, ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা রাগীব আহসান মুন্না, বসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, শুভাংসু চক্রবর্তী, রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, এ্যাডভোকেট আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ডাঃ সাজেদুল হক রুবেল, মোফাজ্জেল হোসেন সরদার খোকন, ছাত্র ইউনয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জনসভা শেষে বিকেল সোয়া ৪ টায় লংমার্চ ফরিদপুর অভিমুখে রওয়ানা হয়।
লংমার্চে অংশগ্রহণকারীরা জানান, বুধবার ফরিদপুরের অম্বিকা ময়দানে আরেকটি জনসভা শেষে ফরিদপুরেরই রাত্রি যাপন করবে। বৃহস্পতিবার লংমার্চ যশোর অভিমুখে রওয়ানা হবে।
–