ঢাকা মেডিকেল কলেজ-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

03/10/2013 8:11 amViews: 7

sheikh-hasina1প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ-২ উদ্বোধন করেছেন।

এ সময় তিনি বলেন, ২০০১ সালের এপ্রিল মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলাম। পরবর্তী সাত বছরে বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এর কাজ আর এগোয়নি। এই সরকার আসার পর নতুন করে সম্প্রসারণের কাজ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির উপস্থিত ছিলেন।

এতে করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শয্যা সংখ্যা এক হাজার ৭০০ থেকে দুই হাজার ৩০০-তে উন্নীত হলো। যুক্ত হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধাসহ নানা বিশেষায়িত সেবা।

Leave a Reply