ঢাকা ত্যাগ করলেন মোদি

08/06/2015 10:30 amViews: 3

ঢাকা ত্যাগ করলেন মোদি

০৭ জুন ২০১৫,রবিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ রোববার ঢাকা ত্যাগের প্রাক্কালে হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ রোববার ঢাকা ত্যাগের প্রাক্কালে হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

৩৬ ঘণ্টার সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার রাত ৮টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানযোগে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্মুক্ত বক্তৃতা দিয়ে সরাসরি শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন মোদি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বিদায় জানান। এসময় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সকাল সোয়া ১০টার দুদিনের সফরে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এটা ছিল তার প্রথম সফর। মোদির সফরকালে স্থল সীমান্ত চুক্তির (এলবিএ) অনুসমর্থনের দলিল হস্তান্তরসহ ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও সম্মতিপত্র সই হয়।

Leave a Reply