ঢাকা ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্টের দূত রাশাদ
ঢাকা ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্টের দূত রাশাদ
ডিপার্টমেন্ট পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন বাংলাদেশ তথা সারাবিশ্বে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের অগ্রগতিতে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সিনেটর এডওয়ার্ড এম কেনেডির লাগানো বটবৃক্ষটি পরিদর্শন করেন। যা বন্ধুত্বের স্মারক হিসেবে ১৯৭২ সালে কেনেডির সফরকালে লাগানো হয়।
ওই দিনের সমাপনীতে অ্যাম্বাসেডর এট লার্জ রাশাদ রাজধানীর ধানমন্ডিস্থ ইএমকে সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ অ্যালামনাইয়ের ১৯ জন সদস্যের সঙ্গে ইফতার করেন।
তাদের সঙ্গে আলোচনায় মিস্টার হোসেন উদ্ভাবনী সম্প্রদায়-নেতৃত্বাধীন উদ্যোগ এবং তৃণমূল প্রচারণার মাধ্যমে বাংলাদেশে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির অগ্রগতিতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা প্রাক্তন ছাত্রদের অসাধারণ অবদানের বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য, গত দুদিন কক্সবাজারে কাটিয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বিশেষ করে বলপূর্বক বাস্তুচ্যুত ৫ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গার অবস্থা সরজমিনে দেখেন। অন্য অনেক রোহিঙ্গা নেতা এবং হোস্ট কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। কাল সন্ধ্যায় ঢাকায় ফিরে রাষ্ট্রদূতের বাসায় ইফতার করেন, যেখানে সরকারের প্রতিনিধি, কূটনীতিক এবং নাগরিক সমাজেরর প্রতিনিধিরা যোগ দেন। আজ সকালে গেছেন গাজীপুরে কাশিমপুর মন্দিরে। সেখান থেকে ফিরে পররাষ্ট্র ও ধর্ম প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আজই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা।