ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপ
অবরোধের তৃতীয় দিন সোমবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে র্যাব-পুলিশের টহল বাড়ানো হয়েছে। মহাসড়কে সেনা সদস্যদের টহলও ছিল চোখে পড়ার মতো। ফলে সকালে ফেনীর মহিপাল বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে বেশকিছু যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। চাপ বেড়েছে পণ্যবাহী গাড়ির।নৌমন্ত্রীর আশ্বাসের পর গত দুই দিনের চেয়ে সোমবার মহাসড়কে পন্যবাহী কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল বেড়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা কোন বাস দুপুর পর্যন্ত চট্রগ্রাম বা নোয়াখালীর উদ্দেশ্যে যেতে দেখা যায়নি।
ফেনীর মহিপাল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক (ওসি) এএসএম জাহাঙ্গির আলম জানান, মহাসড়কের ফেনী অংশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।
তবে রবিবার যোগাযোগ মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস চালুর কথা থাকলেও ফেনীর কোন টার্মিনালে বিআরটিসির বাস দেখা যায়নি।