ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষক বরখাস্ত

13/10/2015 6:44 pmViews: 6
ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষক বরখাস্ত

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষক নজরুল ইসলামসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া অপর কারারক্ষকের নাম আব্দুর রশীদ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির মঙ্গলবার যুগান্তরকে জানান, কিছু দিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের যে স্থানে দায়িত্বপালন করার কথা ছিল, সেখানে যথাযথ দায়িত্ব পালন না করে তারা অন্য স্থানে অবস্থান করেন।

তিনি জানান, এ বিষয়ে বিভাগীয় তদন্ত হয়। তদন্তে দায়িত্ব অবহেলার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাহাঙ্গীর কবির আরও জানান, এটা কারাগারের রুটিন ওয়ার্ক।

Leave a Reply