ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি

27/03/2016 5:02 pmViews: 5
ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি
 
ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়লের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আগামী ৩০ ও ৩১শে মার্চ ঢাকা ভ্রমণ করবেন। দলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, এবং শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে ডক্টর সুয়ল হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট-এ শিক্ষকতা করেছেন, যেখানে তিনি কার সেন্টার ফর হিউম্যান রাইটস পলিসির পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক কর্মসূচী পরিচালনা করেছেন। ডক্টর সুয়ল যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সাথে বেসামরিক নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। ক্লিন্টন প্রশাসনের অধীনে তিনি শান্তিরক্ষা এবং মানবিক সহায়তা বিষয়ক প্রথম ‘ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply