ঢাকায় মোনালি ঠাকুরের কনসার্ট স্থগিত
ঢাকায় মোনালি ঠাকুরের কনসার্ট স্থগিত
স্থগিত করা হয়েছে ঢাকায় অনুষ্ঠিতব্য মোনালি ঠাকুরের কনসার্ট। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে হওয়ার কথা ছিল এ আয়োজন। ‘শেয়ার দ্য মিউজিক’ নামের এ কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে ছিলেন ভারতীয় এই জনপ্রিয় শিল্পী। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এ কনসার্টে তার গাওয়ার কথা ছিল। আগামী ৩০শে মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে
কনসার্টটি আয়োজন করেছিল ইন্টিগ্রেটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু জটিলতা তৈরি হওয়ায় আপাতত এটি হচ্ছে না। শিগগিরই তারা পরবর্তী তারিখ ঘোষণা করবেন বলেও জানান। মোনালির পাশাপাশি কনসার্টে বাংলাদেশের চারটি ব্যান্ডের পরিবেশনার কথা ছিল। এগুলো হলো আর্টসেল, শূন্য, ইউটার্ন ও উপশহর।