ঢাকায় মেজর হাফিজের বক্তবের প্রতিবাদে তজুমদ্দিন আ’লীগের সংবাদ সম্মেলন

06/10/2013 3:32 pmViews: 21

CHARMAN
শরীফ আল-আমীন,তজুমদ্দিন : ভোলা- ৩ আসনের সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ তার বাসায় যোগদান অনুষ্ঠানে মিথ্যা ও বিভ্রান্তকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তজুমদ্দিন উপজেলা আ’লীগ।
রবিবার সকালে তজুমদ্দিন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগের পক্ষে লিখিত অভিযোগে আ’লীগ সভাপতি আবুল কাশেম তালুকদার বলেন, মেজর হাফিজ ৬ বার এমপি থাকাকালে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন ? বাস্তবে তিনি কোন উন্নয়ন করেননি বরং উন্নয়নের নামে তার আত্মীয় স্বজনদের কোটিপতি বানিয়েছে। তিনি ১৯৮৬ সাল থেকে একবারও জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। যতবার নির্বাচিত হয়েছেন তা ভোট কারচুপির মাধ্যমে। তাই সারাবিশ্বে প্রশংসিত ২০০৮ ও ২০১০ সালের নিরপেক্ষ নির্বাচনকে নিয়েও তিনি প্রশ্নবিদ্ধ করেন। মেজর হাফিজের বক্তব্যের প্রেক্ষিতে লিখিত অভিযোগে আরো বলেন, মেজর হাফিজ এমপি ও মন্ত্রী থাকাকালে লালমোহন-তজুমদ্দিনের জনগণকে কিছুই দিতে পারেনি। তিনি সন্ত্রাস, লুটতরাজ,ধর্ষণ,চাঁদাবাজি ও মিথ্যা মামলা হামলার মাধ্যমে এ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তা বর্তমান এমপি সমুলে নির্মুল করে শান্তি ফিরেয়ে আনে। ইতিমধ্যে মেজর হাফিজ জনগণ ও বিএনপির নেতা কর্মিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকায় বসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। যা কখনো সফল হবেনা বলে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল হক দেওয়া,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন দুলাল, চাদপুর ইউপি চেয়াম্যান ফখরুল আলম জাহাঙ্গির, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, বিআর ডিবির সাবেক চেয়ারম্যান বি এ মোফাজ্জল, আ’লীগ নেতা মোহাম্মদ উল্যাহ, যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল্যাহ কিরন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন পোদ্দার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply