ঢাকায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবর্ধনায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
শনিবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর তাকে বহনকারী গাড়িবহর গণভবনের দিকে রওনা দেয়।
এর অাগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ০০২) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান সিলেট জেলা আওয়ামী লীগ।
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গণভবনে ফেরার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে হাজার হাজার নেতাকর্মী সংবর্ধনা জানান।
বিমানবন্দর সড়ক থেকে শুরু করে কুড়িল-বনানী-মহাখালী হয়ে গণভবনের পথে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে জনতার ঢল নামে।
এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরে ধীরে পথ অতিক্রম করে। বেলা সোয়া ২টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনে পৌঁছায়।
এদিকে, যুক্তরাষ্ট্র সফর নিয়ে রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে লন্ডন হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছান শেখ হাসিনা।
সেখানে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দেয়া হয়। এছাড়া তিনি আইসিটিবিষয়ক আরও একটি পুরস্কার পান।