ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল
ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল
০৮ জুন ২০১৫,সোমবার
ঢাকা পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজ বিমানে আজ সকালে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।
সূচি অনুযায়ী কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আজ দুপুরেই কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের কথা রয়েছে ভারতীয় দলের। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্টটি শুরু হবে ১০ জুন।
ভারতীয় টেস্ট দলের আগামী ৭ জুন ঢাকা আসার কথা থাকলেও শেষ পর্যন্ত একদিন পিছিয়ে ৮ জুন নির্ধারণ করা হয়। সফরে ভারতীয় দল একটি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। একমাত্র টেস্টটি হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।