ঢাকায় পরিণীতি চোপড়া
ঢাকায় পরিণীতি চোপড়া
ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আজ দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর রাজধানীর গুলশানের একটি পাঁচতারা হোটেলে ওঠেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। আজ সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ-২ মিলনায়তনে ঈদ উপলক্ষে দেশের সেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আয়োজিত একটি ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে অংশগ্রহণ করবেন পরিণীতি। এর আগে বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক পরে দেশের শীর্ষ মডেলরা র্যাম্পের মঞ্চে ক্যাটওয়াক করবেন। এ ফ্যাশন শোটি আয়োজন করেছে গ্রিন অ্যাপল কমিউনিকেশনস।