ঢাকায় আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের প্রকল্প তৈরির জন্য পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মুস্তফা কামাল জানান, আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের জন্য বিশ্বব্যাংক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে। প্রকল্পটি কতদিনে বাস্তবায়ন করা হবে তা জানাননি তিনি।
এছাড়া বৈঠকে ৬ হাজার ৩৬২ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৯৭ কোটি টাকা এবং বৈদেশিক সাহায্য ২ হাজার ১৬৫ কোটি টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- ১ হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে পায়রা গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও খুলনায় বিএসটিআই এর আঞ্চলিক অফিস স্থাপন এবং আধুনিকীকরণ প্রকল্প, যার ব্যয় হবে ১৮২ কোটি টাকা। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪৬৮ কোটি টাকা। ডাল ও তেল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ১৬৮ কোটি টাকা এবং পরিকল্পনা কমিশনের কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে ১০৬ কোটি টাকা। মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য ৬০৮টি ফ্লাট নির্মাণ ব্যয় ৪৫৮ কোটি টাকা, বুয়েটে শিপ মডেল টেস্টিং সেন্টার স্থাপন ব্যয় ৪৯ কোটি এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগামে ব্যয় হবে ৩ হাজার ৮২৭ কোটি টাকা।
বৈঠকে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সপ্তাহে এক দিন খেলাধুলা ও ইংরেজি ভাষায় বিশেষ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী।