ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে এই মিলাদের আয়োজন করা হয়েছিল। এতে পরলোকগত নেতার জন্য খতমে কোরআন ও মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়। সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবা জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মৃত্যুর বছর পেরিয়ে গেলেও যে মেয়র খোকার জনপ্রিয়তা কমেনি তার প্রমান মেলে মোনাজাতে। ব্রাদার্স ক্লাব মাঠে যেন কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণের জন্য ভারি হয়ে যায় ব্রাদার্সের আশপাশ। মিলাদে মরহুম সাদেকে হোসেন খোকার আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তার ভক্ত-অনুরাগীরা এসে অংশ নেন।
এর আগে বেলা ১১ টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন তার পরিবার, আত্মীয় স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার থেকে জননেতা হয়ে সাধারণ মানুষের প্রিয় খোকা ভাই।