ঢাকার বায়ুদূষণ সহনীয়তার চেয়ে পাঁচ গুণ বেশি

08/02/2014 7:39 amViews: 9

 

ঢাকায় বায়ুদূষণের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে পাঁচ গুণ বেশি বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তারা এ তথ্য জানান।

বক্তারা বিশ্বব্যাংক ও পরিবেশ মন্ত্রণালয়ের এক যৌথ গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে জানান, ঢাকায় বায়ুদূষণের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে পাঁচ গুণ বেশি। প্রতি কিউবিক মিটারে এয়ারবোর্ন পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ২৫০ মাইক্রোগ্রাম। যার সহনীয় মাত্রা ৫০ মাইক্রোগ্রাম।

মূলত ঢাকা ও এর আশে পাশে অপরিকল্পিতভাবে গড়েওঠা ইটভাটা, যানজট, পুরোনো মোটরগাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া ও মাত্রাতিরিক্ত ধুলার কারণেই ঢাকার বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে বক্তারা জানান, সারাদেশে কমবেশি ১০ হাজার ইটভাটা রয়েছে। এর অর্ধেকই ঢাকা শহরের আশপাশে। আর এসব ইটভাটায় পাড়ানো হয় ভারতের মেঘালয় থেকে আমদানি করা নিম্নমানের কয়লা। সেখানে সালফারের পরিমাণ ৭ থেকে ১০ শতাংশ। অথচ এর পরিবেশসম্মত সর্বোচ্চ সীমা হচ্ছে ১ শতাংশ।

সমাবেশ থেকে বায়ুদূষণ প্রতিরোধে পুরোনো পদ্ধতির ইটাভাটা বন্ধ করে জিকজ্যাক ইটভাটা চালু, কাঠ পোড়ানো বন্ধ, কয়লা আমদানি বন্ধ, ১৬ বছর বা তারও আগেকার যানবাহন বন্ধসহ সরকারের প্রতি ১১টি দাবি জানানো হয়। সেই সাথে পরিবেশ দূষণের কারণ অনুসন্ধান করে তা সমাধানের জন্য সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।

সমাবেশে বাপা ছাড়াও ১৩টি পরিবেশবাদী সংগঠন অংশগ্রহণ করে। সমাবেশে অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলো হলো- গ্রীন ভয়েস, সুন্দর জীবন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডব্লিউ বিডি ট্রাস্ট, ব্লু-প্ল্যানেট ইনিশিয়েটিভ, সিটিজেন রাইটস মুভমেন্ট, উন্নয়ন ধারা ট্রাস্ট, সিডাস, সেবা, আদি ঢাকাবাসী ফোরাম, পিস ও ইউনাইটেড পিপলস ট্রাস্ট ইত্যাদি।

Leave a Reply