ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জের মেয়র পেলেন উপ-মন্ত্রীর মর্যাদা
ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জের মেয়র পেলেন উপ-মন্ত্রীর মর্যাদা
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপ-মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। আজ দুপুরের পর এ প্রজ্ঞাপণ জারি করা হয়। দীর্ঘ দিন ধরে মেয়রদের পদমর্যাদার বিষয়টি ঝুলে ছিল। তিন সিটি মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হলেও অন্য সিটি করপোরেশনের মেয়রদের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের সাঈদ খোকন ও উত্তরে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের হলেও তিনি নির্বাচন করেছিলেন দলের সিদ্ধান্তের বাইরে। সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজম নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হন। এর আগে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি প্রার্থীরা মেয়র নির্বাচিত হন।