ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন পূর্ব মানিকদী এলাকায় গত ০৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ হতে এই এলাকার প্রায় ৫০ টি বাড়িতে ওয়াসা কর্তৃক কোনও পানি সরবরাহ নেই।
মোঃ আলাউদ্দিন, মানিকদী ঢাকা।
১৯-৩-২০২০
পানির অপর নাম জীবন। এই পানিই এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাড়িয়েছে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন পূর্ব মানিকদী এলাকায়। গত ০৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ হতে এই এলাকার প্রায় ৫০ টি বাড়িতে ওয়াসা কর্তৃক কোনও পানি সরবরাহ নেই। একদিকে চৈত্রের দাবদাহ অন্যদিকে পানিশুন্য এলাকা, এই অবস্থায় এলাকায় বসবাস কঠিন হয়ে দাড়িয়েছে। এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে যারা পরিবার পরিজন নিয়ে আছেন তারা অনেকেই বাসা ছেড়ে গ্রামের বাড়ী বা আত্বীয় স্বজনের বাসায় চলে গেছেন। এলাকার ভোক্তাভোগী বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় যে, ওয়াসার পাম্প নষ্ট হয়ে যাওয়ায় গত ৫/৬ ই মার্চ তারিখ হইতে পানি সমস্যা দেখা দেয়। সবার সঞ্চিত পানি ২/৩ দিনের শেষ হওয়ার পর সমস্যা এখন প্রকট আকার ধারণ করে। এই এলাকার স্থায়ী বাসিন্দা আতাউর রহমান জানান “এই পানি সরবরাহ লাইনটি প্রায় ৩৫ বছর আগে স্থাপন করা হয়। তখন এই এলাকায় কিছু সংখ্যক টিনশেডে শতাধিক লোকের বসবাস ছিল। বর্তমানে এই এলাকায় শতাধিক বহুতল ভবণে প্রায় ১০ সহশ্রাধিক লোকের বসবাস। যে কারণে পুরনো লাইনে সরবরাহকৃত পানি পর্যাপ্ত নয়। অতি শীঘ্রই এলাকায় নুতন পানি সরবারহ লাইন স্থাপন প্রয়োজন। এলাকার স্থায়ী বাসিন্দা মনির জানান “এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের সাথে বিগত বছরগুলোতে কয়েকবার যোগাযোগ করা হলে ওয়াসা কর্তৃপক্ষ জানায় এডিবির আওতাভূক্ত প্রকল্পে নতুন পাইপলাইন স্থাপন করা হবে, এই অজুহাতে ওয়াসা পাইপলাইন সংস্কার করেনি। যদি নতুন পাইপলাইন সংস্কার করা হতো তাহলে এলাকায় পানি সমস্যা সমাধান করা যেত”। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান “এলাকাটি মডস জোন ১০ এর আওতাভূক্ত, মডস জোন ১০ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম চৌধুরী খুব খারাপ ব্যবহার করেন। জনগনের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা এইরুপ ব্যবহার করার সাহস কোথায় পায়। সকল সরকারী কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী এই মানসিকতা তাদের মধ্যে তৈরি না হলে আমরা কখনই সেবা পাব না”। কয়েকজন বাসিন্দা ওয়াসার জরুরী সেবা ১৬১৬২ নম্বরে ফোন দেওয়া হলে প্রত্যেককেই তারা জানান এই ব্যাপারে তারা অবগত নয়। খুব শীঘ্রই তারা ব্যবস্থা নিবেন। কিন্তু তাও আজ প্রায় তিন দিন কোনও ব্যবস্থা নেওয়া হয় নি।