ঢাকার উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করবো: তাপস
ঢাকার উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করবো: তাপস
ঢাকার উন্নয়নের স্বার্থে প্রয়োজনে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার ধানমন্ডির ৭ নম্বর সড়কে অবস্থিত নিজ রাজনৈতিক কার্যালয়ে একথা জানান তিনি।
তিনি বলেন, আমরা যে গুরু দায়িত্ব পেয়েছি সে দায়িত্ব পালনের সদা সচেষ্ট থাকবো। কোনো রকম বিশৃঙ্খলা ও অশুভ শক্তি যেন ঢাকাকে অচল না করতে পারে, সেদিকে খেয়াল রাখবো। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে পরাজিত ব্যক্তিও আমাদের সহযোগিতা করবেন। কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই।
তাপস বলেন, ঢাকাবাসীর পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় এ বিজয় ঢাকাবাসীর বিজয়। আমি এ বিজয় ঢাকাবাসীকে উৎসর্গ করছি। ঢাকাবাসীর কাঙ্ক্ষিত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবো। বর্তমানে যারা কাউন্সিলর রয়েছেন এবং যারা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আমাদের নেতাকর্মীদের আমি অনুরোধ করবো আমাদের প্রচারণাকালে যেসব ব্যানার ফেস্টুন পোস্টার লাগানো হয়েছে তা যেন আগামীকালের (৩ ফেব্রুয়ারি) মধ্যে অপসারণ করা হয়। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী।
ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি হরতালের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক, ঢাকাবাসী যে রায় ও সিদ্ধান্ত দিয়েছেন, সেটার বিরুদ্ধে হরতাল ডাকায় আমি নিন্দা জানাই। জনগণের রায় এভাবে প্রত্যাখ্যান করায় আমি খুবই মর্মাহত হয়েছি।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ দেন।