ঢাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়া

21/11/2015 6:14 pmViews: 9
ঢাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়া

 

দুই মাসেরও বেশী সময় লন্ডনে অবস্থান করার পর আজ শনিবার বিকেলে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিকেল ৫টার দিকে তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশানের বাসভবনে চলে যান। খবর:বিবিসি বাংলা।

খালেদা জিয়াকে বহনকারী বিমানটি নামার বেশ আগে থেকেই বিমান বন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। যাত্রী ছাড়া সবাইকেই মূল সড়কেই আটকে দেয়া হয়।

সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের মূল সড়কেই আটকে দেয়।

বিএনপির কয়েকজন নেতা এবং বেশ কয়েকশ’ কর্মী বিমান বন্দর এলাকায় ঢুকতে না পেরে এয়ারপোর্ট রোডের ওপরেই জড়ো হয়ে তাদের নেত্রীরে আগমনের অপেক্ষা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মওদুদ আহমেদ এবং আব্দুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদেরকেও বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই এ কড়াকড়ি আরোপ করা হয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে গত ষোলই সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া।

সেখানে দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছেন।

Leave a Reply