ড্রয়ের দিকে চট্টগ্রাম টেস্ট

12/10/2013 6:52 pmViews: 5

168859ডেস্ক : ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে বৃষ্টি হওয়ায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। তাই ড্রয়ের দিকেই এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম শনিবার গণমাধ্যমকে জানান, রবিবার সকালে পঞ্চম দিনের খেলা শুরু হবে।

বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে কিউইরা তাদের দ্বিতীয় ইংনিসে ৪০ ওভারে এক উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। পিটার ফুলটন ৪৪ রান ও কেন উইলিয়ামসন ২৮ রান নিয়ে ক্রিজে আছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন সর্বোচ্চ ১১৪ ও ওয়াটলিং ১০৩ রান করেন।

জবাবে মমিনুল হক, সোহাগ গাজী ও টাইগার প্রধান মুশফিকুর রহিমের দৃঢ়তায় ৫০১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পাওয়া মমিনুল হক টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করেন। শুধু মমিনুল হক নন নিউজিল্যান্ডের জন ওয়াটলিংয়ের মত আট নম্বরে ব্যাটে নেমে সোহাগ গাজীও প্রথম টেস্ট সেঞ্চুরি করে ১০১* রানের অসাধারণ একটি ইনিংস উপহার দেন। অধিনায়ক মুশিফিকুর রহিম ৬৭ রান সংগ্রহ করেন।

Leave a Reply