ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ

14/05/2016 8:26 pmViews: 6
ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ
ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ
সাভারে দুই সহোদর ও তাদের মামাতো ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে হেমায়েতপুরে মেসার্স প্রান্ত ডেইরি ফার্মের এক কর্মচারীর ঘর থেকে পুলিশ এসব লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, ওই ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে জীবন (১৬), নাসির (১৫) ও তাদের মামাত ভাই শাহাদাত হোসেন।
পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, জিয়াউর ওই ডেইরি ফার্মের দুইটি কক্ষে পরিবার নিয়ে থাকেন। জীবন ও নাসির পাশের একটি গ্যারেজে ও শাহাদাত ডেইরি ফার্ম মালিকের রেস্তোরাঁয় কাজ করতো।
জীবনের মা নাসরিন আক্তার বলেন, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিন ভাই ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে জেগে না উঠায় ঘরে ডাকতে গিয়ে তাদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিই।’
হেমায়েতপুর থানার এসআই নাসিরউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply