ডিজির অনুরোধে রিজেন্টের সাথে চুক্তির অনুষ্ঠানে গিয়ে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

14/07/2020 7:13 pmViews: 8

ডিজির অনুরোধে রিজেন্টের সাথে চুক্তির অনুষ্ঠানে গিয়ে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

ডিজির অনুরোধে রিজেন্টের সাথে চুক্তির অনুষ্ঠানে গিয়ে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী – ছবি : সংগৃহীত

করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেয়াসহ নানা অভিযোগে সিলগালা হওয়া রিজেন্ট হাসপাতাল নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চুক্তি স্বাক্ষরের সময় ‘রিজেন্ট’ নিয়ে বেশি কিছু জানতেন না।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কোনো সমস্যা নেই। স্বাভাবিক একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেজন্য স্বাস্থ্যসেবায় কোনো সমস্যা হচ্ছে না।’

এসময় তিনি অভিযুক্ত যেই দুটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের নাম মনে করতে না পেরে উপস্থিত থাকা সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘কী নাম জানি।’

তিনি বলেন, ‘দুটি সংস্থাকে করোনাভাইরাস টেস্টের দায়িত্ব দেয়া হয়েছিল। তারা বলেছে তারা কিছু স্যাম্পল কালেকশন করবেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা শুধু এতোটুকুই জানতেন।

রিজেন্ট হাসপাতালের সাথে একটি চুক্তি স্বাক্ষরের ছবিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজের উপস্থিতি নিয়ে বলেন, ‘ওই অফিসে ডিজি অফিসের একটা মিটিংয়ে গিয়েছিলাম আমরা তখন ডিজির অনুরোধে গিয়েছিলাম। আমরাও খুশি ছিলাম নতুন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসা হবে।’

Leave a Reply