ডিজিটাল চোর থেকে সাবধান!

27/01/2014 7:30 amViews: 9

ডিজিটাল চোর থেকে সাবধান!

ডিজিটাল চোর থেকে সাবধান! এই ডিজিটাল চোরেরা অত্যন্ত কৌশলে প্রতারিত করছে সেল ফোন ব্যবহারকারীদের। তারা মুহূর্তের মধ্যে মোবাইল ফোনের জমাকৃত টাকা তুলে নিচ্ছে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের অজান্তে ঘটছে এমন ডিজিটাল চুরির ঘটনা। ক্ষণিকের মধ্যে হাজার হাজার টাকা ক্ষুইয়ে কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকছে না। সহজ-সরল থেকে শুরু করে চালাক-চতুর, শিক্ষিত ব্যক্তিরাও ডিজিটাল চোরের প্রতারনার শিকার হচ্ছে। +৮৮১৮৪৫১০৪৩৯,+৮৮১৯৪৫১১০৪২৯ ও +৮৮১৮৪৫১১০৪৪০ ফোন নম্বর থেকে মোবাইল ফোনে আসছে মিসড কল। কল ব্যাক করলেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভড করে শোনা যাচ্ছে ফোনের ওয়েলকাম টোন। এর মধ্যেই কল ব্যাককারীর ফোন থেকে মুহূর্তেই চুরি করে নিচ্ছে জমাকৃত টাকা।

এমনি খপ্পড়ে পড়েছেন, চ্যানেল আই ও দৈনিক মানবজমিনের দিনাজপুরস্থ স্টাফ রিপোর্টার। উপরোক্ত নম্বর থেকে মিসড কল দিয়ে তার ফোন থেকে চুরি করে নিয়েছে ৯৬৫ টাকা। পেশাগত কারণে সংবাদের উৎস সোর্স খুঁজে পেতে যে কোনো মিসড কল নম্বরে ফোন ব্যাক করেন তিনি। এই সুযোগে তাকে প্রতারিত করেছে ডিজিটাল চোরেরা।

এ ব্যাপারে কয়েকটি সেল ফোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ থেকে ওঁৎপেতে থাকা ডিজিটাল চোরেরা ইন্টারনেটের মাধ্যমে এভাবে প্রতারিত করছে সেল ফোন ব্যবহারকারীদের। কল ব্যাক করলেই তারা মূহূর্তের মধ্যে মোবাইল ফোনের জমাকৃত (ক্রেডিট) টাকা ফতুর করে নিচ্ছে তারা। শুধু সাংবাদিক নয়, এমনিভাবে অনেক সেল ফোন ব্যবহারকারীর ক্রেডিট শূন্য করেছে প্রতারক চক্রটি। অতএব, ডিজিটাল চোর থেকে সাবধান।

 

Leave a Reply