ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে ফাঁসির আদেশ

05/11/2013 3:17 pmViews: 40

pilkhanaপ্রতিবেদক : বিডিআর পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এই মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৭১ জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। আসামিরা উচ্চ আদালতে যেতে পারবেন।

সকাল ১০টায় বিচারকার্যক্রম শুরুর কথা ছিল। দুপুর ১২টার দিকে বিচারক মো. আখতারুজ্জামান আদালতে যান। সাড়ে ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।

এদিকে সকাল থেকেই আদালত ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। আলিয়া মাদ্রাসা মাঠ ও আশেপাশের এলাকায় পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বকশিবাজার ও উর্দু রোড দিয়ে ওই এলাকায় প্রবেশের পথ বন্ধ করে দেয়া হয়েছে।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।

৩০ অক্টোবর এ রায়ের তারিখ ঘোষণা করা হয়।

Leave a Reply