সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপক মামুনুর রশীদ রাসেল জানান, বুধবার তাদের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলামের মাধ্যমে সংযুক্ত সাহার ঠিকানায় ওই উকিল নোটিস পাঠানো হয়। উকিল নোটিসে বলা হয়, সংযুক্তা সাহা তার মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ‘একাধিক মিথ্যা এবং বিভ্রান্তিকর’ তথ্য দিয়েছেন। সংযুক্তা সাহা বলেছেন আঁখি তার রোগী ছিল না, এ বিষয়ে হাসপাতাল মিথ্যা বিবৃতি দিয়েছে। আঁখিকে ভর্তির বিষয়ে হাসপাতাল সংযুক্তা সাহার কোনো সম্মতি নেয়নি, অস্ত্রোপচারের সময় তিনি সেখানে উপস্থিত না থাকলেও কীভাবে তাকে ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছে- সংযুক্তা সাহার এই বক্তব্যও ভিত্তিহীন।”
সেন্ট্রাল হাসপাতাল বলেছে, “ওই মিথ্যা, বানোয়াট বক্তব্যের কারণে সেন্ট্রাল হাসপাতালের খ্যাতি এবং সুনামের ক্ষতি হয়েছে। এজন্য সেন্ট্রাল হাসপাতাল এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। ওই নোটিসের মাধ্যমে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে করা ‘অবমাননাকর’ বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে ওই কোনো ধরনের ‘মিথ্যা অভিযোগ’ না করতে বলা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে সংবাদ সম্মেলনে করা ‘মিথ্যা বক্তব্য’ প্রত্যাহার করে একটি বিবৃতি দিতে হবে সংযুক্তা সাহাকে। সেই বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্তা সাহার অফিসিয়াল পেইজে দিতে হবে। না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিসে। উল্লেখ্য, কুমিল্লার তিতাস উপজেলার মাহবুবা রহমান আঁখি অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে চেয়েছিলেন। সেজন্য সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিয়েছিলেন। প্রসবব্যথা উঠলে গত ৯ই জুন মধ্যরাতে আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।